একশো টাকার মাইনেয় করে
পাঁচশো টাকার বাজার,
আরো শতেক পকেট খরচ
দক্ষিণা দেয় মাজার!
বউয়ের খরচ গয়না শাড়ি
গুলশানেতেও বাড়ি,
ছেলের পিছেই যাচ্ছে হাজার
নতুন নতুন গাড়ি!
ব্যাংকে ভরা নগদ টাকা
আছে নাকি চেরাগ,
ফুল ফ্যামিলি ফরেন ট্রিপে
শুঁকে ফুলের পরাগ।
এতো টাকার উৎস কোথায়
কেমনে চলে পিয়ন?
তার মুখেতেই শুনছি আবার
নেই ভালো জনগন!
০৪/০৯/২০২৪ইং
চট্টগ্রাম।