চোরের চুরি চেয়ার টেবিল
করছে ফাঁকা স্থান,
আলয় প্রধান করছে চুরি
এড়ায় গিয়ে মান।

সুশীল চোরের দিক প্রনয়ন
নীচো সিলেবাস,
বলছে হাসো সাঁতার কাটো
সাজো পাতিহাঁস।

ক্লাস ফাঁকিতেও শিক্ষকেরা
এখন আরো স্মার্ট,
নয় বিদ্যালয়! ক্লাস বাসাতেই
নেটের শিক্ষা আর্ট!

সরকার-ও চোর চায় শতো ভাগ
বাড়ুক পাশের মান,
নয়তো স্কুলের নাম টা কাটা
বন্ধ অনুদান।

স্বভাব চোরে কমায় সম্পদ
কমায় কি সম্মান?
শিক্ষিত চোর শিক্ষার ক্ষতিয়
ধরছে টেনে মান।

০৪/০৯/২০২৪ ইং
চট্টগ্রাম।

মূল বক্তব্যঃ সাধারণ চোর শিক্ষা প্রতিষ্ঠানে চুরি করলে সম্পদের ক্ষতি হয়। কিন্তু আমরা যারা শিক্ষার সাথে জড়িত তাঁরা যদি নিজ দ্বায়িত্বে ফাঁকি দেই, সেটাও তো চুরির পর্যায়েই পড়ে। যা আমাদের আরো পিছিয়ে দেয়।