আলোর স্কুলে লুটছে আঁধার
চোর কি জানে পাপ?
দলবাজি আর নাটক গানে
পায় সে নরক তাপ?
পা চাটাতেই খতিব পালায়
ঈমান আমল বাদ!
লক্ষ্য টা তাঁর তুষ্টিতে ভোজ
পূন্যে গিরি খাদ!
পন্ডিত-ও তো প্রভুর নামের
করছে চুরি সাধ,
বিপন্ন আজ সুশীল সমাজ
সৎ কাজে দেয় বাঁধ।
হন্নে হয়ে খুঁজছে পুলিশ
ন্যায় বিচারের পদ,
আজ জানলাম চোরেই ভরা
স্বদেশ ভূমি নদ!
০৩/০৯/২০২৪ ইং
চট্টগ্রাম।