চুপ কইরা থাক পেঁচার লাহান
গা সইয়া যা আনিস,
মাত্র তো আর কয়েক টা মাস
হিসাব কইরা চলিস!

চোখটা ধাঁখিস কালো কাপড়ে
কানে সোজা তুলা,
পা-দ্বয় যেন তোর বাড় না বাড়ে
রুখিস মুখের গোলা!

হাত খানা যেন চুপ-ই থাকে
মাথা রাখিস নীচা,
যে যাই বলুক বাইন্ধা রাখিস
মনের খায়েশ খাঁচা।

চোখ দিস না পরের থালায়
খাইতে দে তার ঘী,
ছুঁইস না ধনে, গা গতর আর
পরের বাড়ির ঝি।

মাল মুল ডেগার যা আছে সব
সাবধানে রাখ ট্যাকা,
লাগবো কাজে জিইত্যা আহি
দখল লইতে ঢাকা।

মাত্র তো আর কয়েকটা দিন
বহি আগে চেয়ার?
আইন্না দিমু যা খাইবার চাস
কিন্না সাচ্চা পেয়ার!

০১/০৩/২০২৫ইং
ময়মনসিংহ।