চুলকানি তার নিত্য ব্যাপার
শরীর গেছে ছেয়ে,
আগে ছিলো বুকে পিঠে
এখন পুরো গায়ে।
দেখলে কলম সচল খাতা
চুলকানি হয় হাতে,
চায় সে বড়ি নগদ কড়ি
মলম দিতে ক্ষতে।
পরের কলা আপেল তোলা
চুলকানি পায় পায়ে,
বাঁশের বেড়ায় বাঁধার আইল
জ্বলুনি দেয় ঘায়ে।
অস্থির যে তার বুক ধরপর
চুলকায় সে পলকে,
পরের ঘরের ফুল নাকি তার
খামছে যায় অলখে।
২২/০৯/২০২৩
ময়মনসিংহ।