পড়শি বাড়ির দেয়াল জুড়ে
মেখে দিয়েছি চুন,
রাখছিও ঘুঁটে হাঁড়ির খবর
অভুক্ত নয় নতুন!
চাউর তো তাঁর গোয়াল গরুর
নিরুদ্দেশের যাত্রা,
তাঁর বিড়ালেই মাছ লুটে খায়
আনন্দ পায় মাত্রা!
তাঁর বাড়ির আজ সংখ্যা লঘু
পায় কুকুরে কদর!
বেশ বেড়েছে মশা-মাছি
ভীনদেশীতে আদর।
হৃদ জ্বলে যায় আহ্লাদে তাঁর
দেখে সুখের ভূণ,
নেই না খবর নিজের চৌকাঠ
কাঠ খেয়েছে ঘুণ!
২৮/০২/২০২৫ ইং
ময়মনসিংহ।
(নিজের তালু মাথায় হাত না রেখে পরের চুল নিয়ে হাসাহাসি করা লোকের অভাব নাই।)