চোরের মুখে হঠাৎ যদি, শোনো আল্লাহ নাম
রায় দিয়ো না ন্যায় নীতিবান, বাদ দিয়েছে কাম।
দাঁড়ি টুপি সবাই পড়ে, ক'জন বলো ভালো?
আকাম-কুকাম কত্তো করে, নিভায় দীনে আলো।
সুজন এখন ঠকায় স্বজন, ভুলের দেখায় রথ
দিব্যি দিয়ে পকেট কাটে, ক'জন বলো সৎ?
ভোলা ভালা চোর মহাশয়, জানি সাজে সাধু
একটু না-হয় যশ-ই দেখায়, রাতে বেলায় জাদু।
সিঁদ কেটে সে হয়তো কাঁড়ে, হাঁড়ি পাতিল থলে
তবুও তো ভয় থাকে একটু, ধরবে যখন গলে!
আর শিক্ষিত ঐ জ্ঞানী চোরে, দেশটাকে খায় নেচে
নিজের ভালে গরীব মারে, সাগর বেচে সেচে।
১৫/০৮/২০২৩
ভেলোর, ভারত।