স্বপ্নে দেখি দুয়ার আমার
চমকে জ্বলা বাতি,
এক হাতে মোর হাতের লাঠি
অন্য হাতে নাতি।
মোটা ফ্রেমের কাঁচের চশমা
স্বপ্ন যখন ধূসর,
দেখি আলো জীবন সেথা
গল্পে ঠাসা আসর।
পিঠের উপর সওয়ার দাদু
বাপকে শাসায় কথন,
শেখায় জীবন রঙিন কেমন
শূন্য যখন পতন।
শেষ বেলাতে তাই সে পথে
হাতটা ধরে মেলে,
এমন স্বপ্ন রোজ-ই দেখি
চক্ষু ভাসে জলে।
০৪/১০/২০২৩
চট্টগ্রাম।