আমার বাড়ীর ত্রি-সীমানায়, তোদের যদি দেখি
ঢিল দিয়ে দাঁত ভাঙবো কনুই, দেখবি অগ্নি আঁখি।
কাঁটা তারেই ঘিরবো বাড়ি, তুলবো শক্ত দেয়াল
চৌকাঠে-তে পেলে নাগাল, ভাঙবো মুখে চোয়াল।
ভাবিস যদি সংখ্যা লঘু, সদাই থাকবো ডরে
খিল দিয়ে দ্বার চুপ-ই রবো, ভয়েই মরবো ঘরে!
আর তোরা বদ সেই সুযোগে, কাঁড়বি তুলা ফসল?
আমিও গাধা দেখবো দাঁড়ায়, জায়গা নিবি দখল!
হাত-পা ছুড়ে হম্বিতম্বি, ধর্মে করিস বাহাস
ছাড়বো না দেশ ইঞ্চি মাটি, সাজিস আরো খাটাশ।
জন্ম মোদের এই দেশেতেই, বাংলা মোদের রক্তে
হিন্দু মুসলিম বন্ধু মোরাই, জন্ম আদম সূত্রে।
সত্যি হলো তোরাই আসল, মীরজাফরের বংশ
ধর্ম দিয়ে ফায়দা লুটাই, তোদের খেলার অংশ।
১১/০৬/২০২৪ইং
চট্টগ্রাম।