চান্দু তুমি পরের মাঠে
যতোই খেলো, হও খেলোয়ার
যতোই দেখাও যাদু,
নেই বেশীদিন আর কটা দিন
দেখবো তুমি নাম ভাঙিয়ে
কোথায় চাটো মধু?
সরকারি দল নেতার চ্যালা
সব ব্যাটারাই বুঝবে ঠ্যালা
কেমন লাগে কদু,
বাঁশ রেখেছি! শক্ত খুঁটি!
চাঙ ফেলে মাছ ধরবো পুঁটি
ভাঁজবো তেলে শুধু।
ও হে চান্দু সময় আসুক
অশান্ত হোক নদীর বাঁক
ধরবো তোমায় আদু।
২৭/০৫/২০২৩
ময়মনসিংহ।