আজকে তুমি নাম লেখালেই
কালই মিলবে নগদ,
উদোর পুর্তি পকেট ভরতি
রাজার সইয়ে সনদ!
উপরি পাওয়া রাজ ক্ষমতা
পেশীর শক্তি দাপট,
পদ পদবী মিলবে পদক
সম্ভাবনাও প্রকট।
জ্ঞানীর সভায় বাক বক্তৃতা
সভাপতির আসন,
বিচারক-ও মানবে তোমায়
তুমি চাইবে যখন।
কর্ম কেবল তেল টা মাখা
প্রভুর ভক্তি প্রবল,
কুকুর যেমন লেজটা নাড়ে
হজম করে ছোবল।
০৫/০৯/২০২৩
ময়মনসিংহ।