নেতার কথায় চলো ফেরো
নেতারে কও গুরু,
দুইন্ন্যায় যতো তোর অনিয়ম
তাঁর কথাতেই শুরু।
আগুন দিয়া পরের বাড়িয়
তাঁর কথাতেই নাচিস,
রাজপথ ভেজায় মাইসের রক্তে
মানিস না তুই সালিশ।
দখল কইরা গঞ্জের দোকান
চান্দাতে লও ফাঁপড়,
বাপের সমান মুরুব্বি তোর
তারেই মারস চোপড়!
তাঁর কথাতেই কাঁইড়া আনস
অস্র দেখায় গরু,
কর অপেক্ষা, ধ্বংস তো তোর
হইলো বইলা শুরু।
আল্লাহ তোরে মানুষ বানায়
ক্যান করছে পুরুষ?
হইতি কুত্তা, লাত্থি গুত্তায়
চাইতি হইতে মানুষ।
০৩/০২/২০২৫ ইং
চট্টগ্রাম।