চাই না যারে মনের ঘরে, ফিরুক বারেবারে
সেই তো দেখি দিচ্ছে উঁকি, আগলে পন্থ 'পরে।
সম্মুখে তার জল পয়োধি, সুগন্ধিধিক মাল্য
বলছে বদন নয়ন যুগল, চন্দ্র সম তুল্য!
জল পাতিহাঁস ভ্রমন বিলাস, অপ্সরী সে সজ্জায়
সুস্মিতা আজ হয় অনূঢ়া, মুখটা ঢাকে লজ্জায়।
হাত পাখা ঢাল হিল্লোলে চাল, বস্রে পরিপাটি
করছে সাধন ঘর তপোবন, দুয়ার খানা সাটি।
তার পদ ছায় ডানে বা বায়, সৌরভে যায় ভরে
জাগে স্বপন কম্পিত বুক, চাওয়া আপন করে।
আমার তো মন ভ্রমর এখন, করছে উড়ুউড়ু
হাজার ফুলে বেড়াই ঘুরে, কাঁপছে দুরুদুরু।
১০/১০/২০২৪ইং
ময়মনসিংহ।