থাক তোলা তোর জাতের হিসেব
হিংসা বিদ্বেষ গলা,
যাক ছড়িয়ে প্রেম প্রীতি আর
এক সাথে হোক চলা।
যে যার জায়গায় থাক না ভালো
ধর্ম থাকুক অন্তর,
সৃষ্টি তো সব এক মালিকের
শান্তিটা হোক মন্তর।
কর্মেতে হোক সব ভেদাভেদ
ভালো কিংবা মন্দ,
অনিষ্ট যাক নিন্দা মরুক
পাপী হারাক ছন্দ।
থাক দূরেতে স্বার্থ সংঘাত
কুমন্ত্রণার ছায়া,
ভরুক প্রেমে এই পৃথিবী
বাড়ুক জীবে মায়া।
০২/০৪/২০২৫ ইং
ময়মনসিংহ।