সবাই যখন ইফতারি নেয়,
ছোলা মুড়ি হালিম বাটি,
করিম চাচার নজর তখন
দশ মুটো ঐ লতির আঁটি।

বেচলেই তবে মিলবে কড়ি
ফিরলে বাড়ি জ্বলবে হাঁড়ি,
আর নয়তো ইফতারী তার
কলের পানি ছাতুর বড়ি!

২৪/০৩/২০২৪ইং
ময়মনসিংহ।