বুড়িগঙ্গার ভরা যৌবন
এখন কালের স্মৃতি,
দুই পাড়ে তার দালান কোটায়
ছড়ায় মরণ ভীতি।

যতোই করুক ঘষা মাজা
রঙে সাজাক ঘাটে,
চাইবে না আর পিছন লোকে
ভরবে না নাও পাটে!

শেষ বয়সের ভাঙা চোয়াল
পাক ধরা সেই চুলে,
প্রেমিক স্পর্শ আগের মতোন!
হাত কি রাখে গালে?

বুড়িগঙ্গার কালো জল টায়
এখন কেবল পোকা,
তাই দেখো না জল ও জেলে
পাড়ে শূন্য নৌকা!

১২/০২/২০১৪ইং
ঢাকা।