বুঝলে মিনু, আজকে আমার মন ভালো নেই।
মনটাতে আজ হঠাৎ করেই শ্রাবন ঝড়ের মেঘ ভিড়েছে
বৃষ্টি ছাড়াই আসন টাতে চুইয়ে চুইয়ে জল জমেছে।
ঘুম যে যাবো, সেখান টাতেও
আজকে বোধহয় অন্য কারো চোখ পড়েছে।

বুঝলে মিনু, আজকে আমার মন ভালো নেই।
আমি যতোই গল্প বলে অল্প স্বল্প সুখটা চাহি
আমার চাওয়া হাওয়ায় মিলায়
পাচ্ছে না ঠাঁই হয় না কারো হৃদয়গ্রাহী।
সাঝ সকালে খুব বুঝেছি
কুয়াশা ভোর শরীর ঘিরে কান ছুঁয়েছে।
আগের মতো সূর্য বোধহয় সরল রেখায় চিনবে না পথ
আসবে না আর পৃথিবীতে।

বুঝলে মিনু, আজকে আমার মন ভালো নেই।

২৬/১০/২০২৩
চট্রগ্রাম।