যতোই বলি মুখ খোলবো না আর দিবো না গাল,
তবুও করিস লাফালাফি ব্যাঙের মতো ফাল!
আইন আদালত কুরুক্ষেত্র ভার্সিটির নেই ছাল,
শিক্ষা খেলি রাজনীতিতে দল চেতনাই কাল!

পদ পেয়েই তো রেজিস্ট্রারের চড়ে বসবি ঘাড়,
ভর্তি নিয়োগ পরীক্ষাতেও থিসিস নিবি ছাড়!
নখ দিয়েও আর গুনবি না তুই, হলের প্রভোষ্ট স্যার
উল্টো আরো দল ভারীতে বাইবি স্রোতে দাড়!

আর ফলাফল নেতা নেত্রীয় ভরবে পাঠের ঘর,
ফেল মারবি আবার পড়বি, ছাত্র জীবন ভর।
শিক্ষা দীক্ষা গবেষণায় লাটে উঠবে জ্ঞান,
টেন্ডার বাজি মাস্তানিতেই থাকবে তোদের ধ্যান!

তার চে্ ভালো রাজনীতি রাখ শিক্ষা থেকে আড়,
ঢাবি চবি রাবি রইলো তোদের বুয়েট কে দে ছাড়।

৩১/০৩/২০২৪ইং
চট্টগ্রাম।