আলোর মাঝে থাকলে কাছে
চোখটা থাকো বুঁজে,
আঁধার এলেই হারিয়ে আলো
তারেই দেখো খুঁজে।

ভাবছো যে ধন পায়েই লুটায়
মূল্যহীন আজ কাজে,
আছেও অনেক এই আগাছা
সোনালী ধান মাঝে।

উপরে ফেলে জীবন থেকে
নামটা দিলে জঞ্জাল,
ভাবলে না আর শিখতে বিদ্যা
লাগেও দেহ কংকাল।

এমনি করেই রত্ন ফেলে
মানুষ হারায় বন্ধু,
পাশেই রেখে বৃত্ত ঘুরে
খুঁজে মধ্য বিন্দু।

০৪/০৬/২০২৪ইং
চট্টগ্রাম।