সো কল্ড ঐ বুদ্ধিজীবির
বুদ্ধির দুয়ার বন্ধ,
মুখটা খোলা হাত গুলো পায়
চোখ গুলো তার অন্ধ।
বাঘ বিড়ালে যুদ্ধ বাঁধায়
লোককে বানায় বুদ্ধ,
মশা কে দেখায় হাতীর সমান
কামান নিয়ে যুদ্ধ।
শত্রুকে সে কোলে তুলে
মিত্রতে হয় ক্ষুব্ধ,
ভুল গুলো তার লুকায় কাঁথায়
হয় না নিজে শুদ্ধ।
২১/১২/২০২৩
চট্টগ্রাম।