বৃষ্টি এলেই ঝমঝমিয়ে
ছেড়ে হাতের বই,
ভাবছো ভিজবো তুলবো ছবি!
আমি তেমন নই।

আমার চাওয়া নয় কবিতা
সর্দি লাগাই নাকে,
জানার ইচ্ছে ব্যাঙ টা কেনো
ঘ্যাঙর ঘ্যাঙর ডাকে?

কই কেনো যায় জলের উজান
হেঁটে নিজে নিজে?
কাকের কি রণ কা কা শব্দে
বৃষ্টিতে যায় ভিজে?

আষাঢ় এলেই আকাশ কেনো
লুকায় চোখের আড়ে?
কারণ টা কি! মেঘনাদ-ও কি
চিৎকারই দেয় ডরে?

০১/১০/২০২৪ইং
চট্টগ্রাম।