মনের মাঝে শতো গলি,
আঁধার পুষে
রাখেও তাতে চোরা দুই পথ
একটাতে তার ইট কংক্রিট নিজের বাড়ি
আরেকটাতে রয় দূরের রথ।

বুঝাবে বলো কে?
ছাদ হীন বিশাল আকাশ থেকে
অনেক ভালো বৃক্ষতলা,
মিলবে তো ঠাঁই
রোদ ঝড় যাই হোক অগ্নিঝরা।

২৩/০৬/২০২৩
ময়মনসিংহ।