বউয়ের জ্বালায় জ্বলতে গৃহে, নিত্য ফিরে বাড়ি
এসেই দেখি গামছা হাতে, "ওয়াশরুমে যাও হরি"।
পারলে চুবায় ঠান্ডা জলে, বরফ টা দেয় ঢেলে
শীতের ভোরে ধমকে তুলে, "মসজিদে যাও চলে।"

চাইলে খেতে শীতের পিঠা, গরম ভাপা পুলি
দেয় সে ভোরে দুধের চিতই, "সানকিতে খাও ঢালি।"
মাছ মাংস ডিম পায় অথিতি, অধম কে দেয় সব্জি
বলে কিনা, "খাও ভিটামিন, জোর টা পাবে কব্জি।"

শীতের দুপুর পাঠায় ঠেলে, নাইতে ঠান্ডা জলে
সর্দিতে সেই মালিশ টা দেয়, গরম সর্ষে তেলে।
এমন জ্বালায় রোজ-ই জ্বলি গ্রীষ্ম বর্ষা শীতে,
এসব নাকি প্রেম তাহার-ই পাচ্ছি আমি ফ্রীতে!

১২/০১/২০২৪ইং
চট্টগ্রাম।