বৌ কে নিয়া বানায় নাটক
কামাও লক্ষ ভিউ,
ফেইস বুকে কও যুগ আধুনিক
ট্রেন্ডটা এখন নিউ।

রুটি রুজির ব্যাবস্থা বেশ
হয় পূরণও শখ,
খাইয়া কহোঁ বেশ চমৎকার
রাইন্ধা ঝালে কক।

বউ কে বানাও কাজের বেটি
নিজে সাজো সং,
দেখাও লোকে অঙ্গ ভঙ্গি
রঙ্গে করো ঢং।

ইসলামে কয় বউ তো দামী
মনি মুক্তা ধন,
রাখবা মাথায় প্রভুর কাছে
তুমিই করছো পন।

১২/০৩/২০২৫
চট্টগ্রাম।