আতশবাজি শব্দ বোমায়
তোমাদের ঐ হর্ষ,
দিচ্ছে জানান ঝরলো আরেক
জীবন থেকে বর্ষ।

পাপ যেথা মোর ভুলের সীমায়
মূল্য জমায় অল্প,
না পাওয়ার সুখ দুঃখে জ্বরায়
জীবন নামের গল্প।

চামড়ার দম্ভ তীলক ঝুলে
অগ্নি সেথা কর্ম,
বুঝিনি প্রেম ঐশী বাণী
দেখানো পথ মর্ম।

শংকা তো তাই জীবন ক্ষয়ের
মরণ ভয়ে পূর্ণ,
বর্ষ বরণ তাই তো শেখায়
নিজকে করো চূর্ণ।

০১/০১/২০২৩
চট্টগ্রাম।