ধন মান জন থাকলেই কি ভাই
মানুষ বড়ো হয়!
দেহের গড়ন আকাশ ছুঁলেও
ক'জন বড়ো কয়?

বাবরি চুল আর ফর্সা দেহ
দেখেই বাহির ক্ষণ,
যায় কি চেনা দামী জামায়
কুলিন কোন সে জন?

কর্মে সে হোক মজুর মুটে
শূন্য থাকুক ধন,
সেই তো দেখি আসছে ছুটে
পর কে দিচ্ছে মন।

দান করে যার নিজের রক্ত
মানব সেবাই পন,
ধন মান জন তুচ্ছ সেথায়
বড়োই সেই সে জন।

০৮/০৪/২০২৪ইং
ময়মনসিংহ।