লজ্জা শরম চুলোয় সে যাক
দাও হে খানার বাটি,
পান্তা বাসি যাই পাবো আজ
খাবো আঙুল চাটি।

পেটের ক্ষিদে আমিই বুঝি
অনাহারীর দুঃখ,
থাক তোলা ঐ স্বপ্ন দেখা
গৃহের রাধা সুপ্ত!

চাই তো কেবল ফেলনা ফেন-ই
থালার ঝুটা ভাত,
অভুক্ত আজ ক্ষুধার রাজ্যে
নির্ঘুম কাটাই রাত!

লক্ষ টাকার ঘের ডুবেছে
বাড়ি ফসল মাঠ,
অর্থহীন তোর অহংকার ধন
বন্যা শেখায় পাঠ।

২৯/০৮/২০২৪ ইং
চট্টগ্রাম।