ষোলো বছর শিয়াল মামার
মুখে কুলুপ আঠা,
থাকতো গুহায় দস্যু খাঁচায়
ফুটতো ভয়ে কাঁটা।
আজকে যখন উঠলো সূর্য
টুঁটলো আঁধার মাঠে,
এখন সবক, "কেউ ভালো নেই
তরীও ভাঙা ঘাটে!"
ভাবনা তাহার, বক কেনো খায়
ছাগ কেনো পায় আগে?
শাসন কোথা? ফল কেনো নেই
তাহার শূন্য ভাগে?
শৃঙ্খলে যার হয় না শিক্ষা
চায় ক্ষমতা গতি,
করবে কি ভাই পরের কল্যান?
বনের হবে ক্ষতি।
পর হেতু তো বাক বক্তৃতা
নয় প্রতিষ্ঠা শাসন,
যথেষ্ট কি নয় দেশটা স্বাধীন
দস্যু মুক্ত জীবন?
০৬/০৩/২০২৫ ইং
চট্টগ্রাম।