মানিক জোর তোর বন্ধু কোথায়?
খই ফুটে না মুখে?
খুব দেখতাম দেখায় দেখায়
রাখতি তারে বুকে।

কোথায় গেলো সেই রস কস?
পাল্টে গেলো আকাশ?
না পেয়েই কি একদিনেই তোর
চুপসে সেছে বাতাস?

হাতের তুরি! আর বাজে না?
কোথায় জারিজুরি?
সে নাকি তোর পেয়ারি দোস্ত্
এক সূতোর দুই ঘুড়ি!

সেই সে মানিক ডেকে নিয়ে
দেয়নি তোরে দাওয়াত?
পরের কাছেই শুনলি বিয়ে
আজই তার বাসর রাত!

২৭/১১/২০২৩
ঢাকা।