বন্ধু ভালো সাহস যোগায়
ভুল-ত্রুটি দেয় বলে,
আর যদি সে গাধার সামনে
ঠেলে মজার ছলে?
হেরে গলায় গাইলে কলা
কেউ ধরে না ত্রুটি,
উল্টো স্লোগান প্রবোদের গান
গায়ক বড়ো খাঁটি।
বলতো যদি, "সুর শিখে নে
তালের সাথে লয়ে,"
যেতাম হেঁটে আজ বহুদূর
সুনাম বিশ্ব জয়ে।
সুজন ভালো মন থেকে চায়
বন্ধু জাগুক গুনে,
দেয় না সে তাল চক্ষু বুঝে
পরের মুখে শুনে।
ভালো বন্ধু তোমার দর্পন
কণ্টকেই সে ফুটে,
আর যারা গায় কেবল স্তুতি
বন্ধু সে নয় মোটে।
০৬/০৬/২০২৪ইং
চট্টগ্রাম।