বাগান ভরা হাজার ফুলেও
মন ভরে না তার,
চোখের নজর আপনি কাঁড়ে
কাঁটায় ভরা তাঁর।

সুজন দেখি চুপ করে রয়
আমার দেখে সুখ,
ফাল পেরে সে মনের দুঃখে
কালোই করে মুখ!

হিসেব-নিকেষ যাই পারে সে
নিজের টা নয় কম,
ডুবলে আমি আমায় ধরেই
বাঁচতে সে লয় দম।

ঘর কিংবা খেলার মাঠে
সব জায়গাতেই তাই,
বন্ধু তবুও বন্ধু সে নয়
শত্রু সম ভাই।

০৯/০৮/২০২৪ ইং
চট্টগ্রাম।