বলতে পারো, কোন কুয়োতে জল থাকে না?
তবুও মানুষ ডুবেই মরে!
মৃত্যু মেনে কোন সে পাখি
মরবে বলে কুয়োর তলে ঝাঁপায় জলে?
কোন সে বোকা, জল না মেপে জলের তলে
সাঁতরে সেথা দুঃখ ভরে?
বলতে পারো, কোন সে মানব শেষটা জেনে
মরার মাঝে তৃপ্তি খুঁজে?
আবার নাকি পুড়ায় তারে বরফ জমা ঠান্ডা জলে!
কোন সে কুয়ো সান্ধ্য ভোরে উথলে উঠে
গুমরে কাঁদে ঢেউ টা পেলে!
হৃদ মাঝারে জ্বললে বাতি
কুয়ো লাগবে?
মরবে তো সে আগুন ছাড়া এমনি পুড়ে।
০৪/১১/২০২৩
চট্টগ্রাম।
(মাত্রাবৃত্তে মুক্তক)