অমনে যে মন রাখলে ফেলে
মুক্ত উঠোন গগন তলে,
          বলি, জমবে না ধুল?
আয়ুষ্কালের শেষ বেলাতে
দেখবে না কি ঝাপসা চোখে!
          বলি, হবে না ভুল?

রাখলে উদোম মিষ্টি খাচি
ধরবে না সর দুষ্ট মাছি!
          বলি, ভাবেছো কুল?
রইলে হেলায় ফুলের চাষি
ফুল হাসে কি? নাকি মালী!
          বলি, ভাঙবে না ভুল?

লাগলে তলে লোহায় জলে
ঝং ধরে তার ভাঙছে মূলে
          বলি, পাবে না দোল?
আর যদি ধন মানিক রতন
অযত্নে রয় ঘটবে পতন,
          বলি, মিলবে তো খোল।

তোমার তো মন! হবে চুরি
হরহামেশাই হয় ডাকাতি,
          বলি, করো না ভুল।
সেকরা আমি সোনা চিনি
দিয়ো আমায় যত্ন জানি
          বলি, হবো না শূল।

০৪/১১/২০২৪ ইং
চট্টগ্রাম।