"বদ" অপবাদ ছুঁড়লো গুলি
ঘরের গিন্নী ফাস্ট বোলার,
ভাবলাম যাবে লেগ সাইডে
পরের বারে ঠিক বাউন্সার।

বিড়াল বুঝি মাছ খেয়েছে
নয় ভেঙেছে গুড়ের হাড়ি,
খিল দিয়ে তাই ঘরের দোরে
গিন্নী রুখছে বাউন্ডারি।

রান ক্ষরাতে কথার ধাক্কায়
চাইছি যখন মাঠ টা ক্লিয়ার,
অমনি যে ভাই "চুর" বলে সে
দিলো কঠিন তাঁর ইয়র্কার।

চার ছক্কা আর কেমনে মারি
প্রাণ টা বাঁচাই কোনো মতে,
পকেট ভরা তাঁর-ই টাকা
চিট করে কাল তাঁর-ই সাথে!

২৭/০৯/২০২৩
চট্টগ্রাম।