যারা লেখালেখি করেন, তাঁরা কখনো না কখনো মনের মাঝে ছোট্ট একটা স্বপ্নের বীজ বপন করেন। তাঁর লেখা সমূহ ছাপার অক্ষরে বই আকারে প্রকাশ পাবে। আমারও তাই ইচ্ছে। তবে সেটা লোকে পড়ে বাহবা দিবে এমনটা নয়। ইচ্ছে; আমার ছেলেমেয়ের জন্য। আমি যেদিন চলে যাবো, সেদিন ওরা বই গুলো হাতে নিয়ে নাড়াচাড়া করবে আর আমাকে ভাববে। আমি না থেকেও আরো কিছুকাল ওদের মাঝে বেঁচে থাকবো। এক তো বাবা হয়ে, আরেক কবি (হোক অখ্যাত) হয়ে।
আর সেই প্রচেষ্টাতেই এ বছরের একুশে বইমেলা ২০২৩ এ আমার স্বরচিত একক কাব্যগ্রন্থ "পিরান" প্রকাশিত হতে যাচ্ছে। অথচ সেই আমিই এখন আমার ছেলের অসুস্থতা নিয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন। দোয়া করবেন যেন ছেলেকে সুস্থ করে দেশে ফিরে আসতে পারি। বইটিতে এ আসরে প্রকাশিত আমার বাছাই করা মোট আশিটি কবিতা রয়েছে। বইটি প্রকাশে অনেকের অবদান ও অনুপ্রেরণা আমাকে কৃতজ্ঞতার বাঁধনে আবদ্ধ করেছে। বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এ আসরের সম্মানিত কবি "প্রনব মজুমদার" কে। তাঁর "শুভেচ্ছা" বইটিতে সংযোজন করার সুযোগ দানে।
"পিরান" বইটি পাওয়া যাবে বাংলা একাডেমির বইমেলায় চয়ন প্রকাশনীর ৫১৩ নাম্বার স্টলে। যদি কারো পক্ষে সম্ভব হয়, তবে একবার বইটি হাত দিতে স্পর্শ করার অনুরোধ রইলো।