পাশের-ই দেশ ভারত যখন
চন্দ্রে পাঠায় চন্দ্রযান,
আমরা তখন গদির চিন্তায়
যুদ্ধে ঢাকি কর্মজ্ঞান।

পদ নিয়ে তাই বাড়াবাড়ি
ব্যাস্ত দেহ সজ্জায়,
পরের ঘর আর মাথা মস্তক
সব-ই বগল কব্জায়।

চোর কে রেখে দোর পাহারায়
ঘরটা কে দেই লুটতে,
পারে কি আর দেশ জনগন
ডিমের হিসেব বুঝতে?

দিন শেষে তাই রাঘব বোয়াল
স্বপ্ন দেখায় জাগতে,
বছর শেষেই ভোটা-ভোটি
কারণ পারি খুঁজতে?

২৪/০৮/২০২৩
ভেলোর, ভারত।