উদোম গায়ে হোস্ আধুনিক
রাস্তায় মেখে ধূলি?
রোজা রেখে নামাজ পড়িস
আবার খেলিস হোলি!

নেচে গেয়ে অশ্লীলতায়
নাইরে ব্যাটা শিক্ষা,
চাস কি ফিরুক আদিমতা
জঙ্গলে নিস দীক্ষা?

যার যার ধর্ম সেই সে করুক
নিজের মতো পালন,
তুই কেনো যাস নাক গলাতে
উৎসবে চাস মিলন?

মসজিদে যা নামাজ পড় গে্
তার ঠিকানা মন্দির,
তুই কেনো বাপ দাবার গুটি
অন্য কারো ফন্দির?

দেশ টা তো চাই সম্প্রীতিতে
সুদৃঢ় থাক বন্ধন,
কুশিক্ষা আর অশ্লীলতার
করুক অন্যে ক্রন্দন।

৩০/০৩/২০২৪ইং
ময়মনসিংহ থেকে ফেনী ট্রেনের যাত্রা পথে।