বদ-হারামি
দেশের টাকায় দশের টাকায়
খেলতে গেলি বিদেশ হোলি।
আবার ফিরে
লোক দেখিয়ে দাঁত কেলিয়ে,
চোরের দলেই নাম লেখালি!
এখন শুনি,
হিসেব গলদ হালের বলদ,
জায়গা জমি দখল নিলি।
শেষে কিনা,
ভাতের থালায় আলুর দলায়
ছুঁড়তে বালি চোখ রাঙালি?
৩০/১০/২০২৩
ময়মনসিংহ।
*ফ্যাক্ট -আলুর কেজি ৭০ টাকা।