ক্লেশ দিয়ে তুই মনকে পুড়ায়
চাস পেতে ঐ প্রেম?
মানব কি তোর হাতের মোয়া
দাবার গুটি গেম?
ধর্ম কে তুই বর্ম করিস
ঢালটা ধরিস শ্লোক,
আঘাতটা গায় তোর চটি পায়
করিস পালন শোক?
আন ডেকে তুই তোর দেবতা
করবো জিজ্ঞেস এই,
ভক্ত কতো লাগবে তোমার
চাও কি মানবেই?
জগত জুড়ে তোমার শিষ্য
দাস তো সকলেই,
তবে কেনো ঝরছে রক্ত
ধর্ম বিভেদেই?
২২/১২/২০২৪ ইং
চট্টগ্রাম।