বন্ধক দিয়া মান সম্মান আর
গতর খাটনি টাকা,
ভাবছস যামু পাসপোর্ট কইরা
তোর দেশেতে বোকা?

থাইল্যান্ড যামু নাচতে নাচতে
নেপাল ভূটান ঘুরতে,
সিঙ্গাপুরও যাইবার পারি
স্বাস্থ্য সেবার শর্তে।

চীন তো আছেই কাছেই মালদ্বীপ
উড়াল দিমু জাপান,
ডলায় খরচায় পরাণ ভই-রা
দেখুম স্বর্গ সোপান!

ভোলমু সেইদিন মান অভিমান
যাইবি ছুঁইয়া পরান,
উনিশ কোটির মন রাইখা তুই
দিবি ভাইয়ের সম্মান।

১১/০৪/২০২৫ইং
চট্টগ্রাম।