রূপ বিকিয়ে খাবার যোগাড়
ভরবে পুরো পেট?
করবি শাসন নিজের জীবন
নাম কামাবি শেঠ!

আলো হীন এই আঁধার কূপে
লাভ কি জ্বেলে দীপ?
চক্র তো সেই বৃত্ত মাঝেই
মৎস্য শূন্য ছীপ!

সঙ্গী কি তোর যথেষ্ট নয়
ধরবে আগলে পথ?
অপরাগ কি যত্নে মোড়ায়
রাখতে তোকে সৎ?

তবে ভালো থাকতে আরো
করবি জীবন পার?
মাঝখানটায় ফুরায় যৌবন
ভুলিস যদি দ্বার!

০৬/১২/২০২৪ইং
ময়মনসিংহ।