দুখ যদি সব হুমড়ি খেয়ে
বুকের উপর আঁচলে পড়ে,
তুমিও যদি সঙ্গী না পাও
হও বিহ্বল হাত-পা ঝেড়ে।
কাঁদবে কি রাত একা একা
দুষবে ললাট ভাগ্য ঝড়ে?
দেখে আতর ঘর খাটিয়া
করবে বিলাপ স্বপ্ন ঘিরে?
স্রষ্টা তো চান বান্দা ফিরুক
হাত তুলে সে রবকে ডাকুক,
তোমারও হোক প্রভুর নাজাত
জান্নাতে সব ভালোই থাকুক।
কষ্টে জেনো পাপের মোচন
আল্লাহ দেখেন কার্য ধরন,
যাও কি ভেঙে নদীর মতো
নাকি ডাকো করছো স্মরণ?
১২/০৩/২০২৫ ইং
চট্টগ্রাম।