ন্যাংটা কালের বন্ধু তিনেক
খায় দোকানে নাস্তা,
আসর জমায় নেহারি চায়
চামুচে খায় পাস্তা!

গ্রামের বন্ধুর আজ পরিচয়
দুই বিঘা তার জমি,
গোয়াল ভরা গরু ছাগল
পূর্ণতায় আজ সব-ই।

পাশে বইসা জমির আলী
কয় শহরে বাড়ি!
ক'দিন পরেই কিনমু আরো
টয়োটা এক গাড়ি।

রাজনীতি বিদ শুক্কুর মিয়া
ঠেস দিয়া কয় দাঁড়া,
আমার কি নাই কোটি টাকা?
বাহিরে লোক খাঁড়া।

চাইয়া হাসে দোকান মালিক
বুঝমো ধনী পরে,
খাওয়ার পরে বিলটা যে দেয়
ধনীই তো কয় তারে।

০৫/০১/২০২৫ ইং
মক্কা, সৌদি আরব।