বাপের সমান ভাই কে পিটাস
হাতে মারিস গাট্টা,
ধর্ম কি তোর এসব শেখায়
বিদ্রুপে কর ঠাট্টা?

হাত তালি দিস খাবার কাঁড়িস
পরকে করিস হত্যা,
শিক্ষা কি দেয় তোর দেবতা
বলিস কথা মিথ্যা?

লাগাস আগুন দিস জ্বালিয়ে
নিঃস্ব করিস পুড়ায়,
বিধর্মী ভাই নেই সুরক্ষায়
শিক্ষা গলদ গোঁড়ায়!

ভিন্নতা থাক দিক মতামত
জ্ঞানটা কে নিস জ্বেলে,
বিধর্মী হোক ধরিস জড়ায়
মানুষ তারে পেলে।

০৩/১২/২০২৪ ইং
চট্টগ্রাম।