যে শহর তার নিজের গল্প
নিজেই রচে নিত্য,
মেঘ পাহাড় সবুজ অরণ্য
পদতলে ভৃত্য।

যে শহর তার শমসের হস্তে
জ্বলে উঠে ভোরে,
দাপিয়ে মাঠ গোটা প্রান্তর
সন্ধ্যায় ফিরে নীড়ে।

সাফল্যের স্তুপ বিজয়ের গান
শোনায় যে রাজকন্যা,
রাত স্তব্ধতায় ভেসে বেড়ায়
তারও চাপা কান্না।

কান পাতলেই শুনি হাহাকার
শূন্যতার সব গল্প,
কারো ক্ষরণ নেভায় প্রদীপ
সাফল্য পায় অল্প।

শোনো হে নগর ধরার রাজ
জানাই বিদায় আজ,
চাই না হতে কালের স্বাক্ষী
গোঙানির আওয়াজ।

০১/০৯/২০২৩
ভেলোর, ভারত।