সবাই যখন দিগন্তে উন্মোচিত করে সৌভাগ্যের বাঁকা চা়ঁদ
নিংড়ে নেয় দেনা, ত্যাগের মহীমায় কেনা শতো হাসি উচ্ছাস
স্বপ্ন দেখে শিউলির গন্ধে
আবারো ফুটবে আলো নতুন ভোর শুভ্র সকাল;
আমি দেখি... ধারালো অস্রে আমার-ই সারা শরীর ক্ষত-বিক্ষত
হাত-পায়ে বুকে পিঠে ছোপ ছোপ অজস্র কালো দাগ
অন্ধকার নিশীথে প্রতিশোধের অনলে
একদল বাঁদুর ঠুকরে ঠুকরে খাচ্ছে আমার-ই ফর্সা গাল
আমি শুনি
শ্রাবন বর্ষার জলে দাঁড়িয়ে কোলা ব্যাঙের ডাক আত্ম চিৎকার
দল বেধে দেয়া পেঁচাদের অভিশাপ,
আমি দেখি আমার আশার পাখিরা
হতাশায় মোড়ে শেষ বিকেলের রক্ত আভায়
মুখ ফিরিয়ে চুপচাপ থাকে বসে শিমুলের মগডাল।
আমি দেখি শুধু আমার-ই জন্যে খোদার রহমতের দরজায় আজ মস্ত বেড়ি
আর চাবি হাতে ফেরেশতারা নিয়েছে ছুটি ঠিকঠাক
যেনো অনন্তকাল।
১১/০৪/২০২৪ইং
ময়মনসিংহ।