হাঁদা রে তুই দে ঝুলিয়ে
নতুন দামটা গাধা,
খুব বেশি নয় এখন কমে
এক হাজারে আদা।

না পেলে তাই এমনি নিবে
লাগবে না তোর সাধা,
উচিত কথায় মারবি গালে
দেখবো কে দেয় বাঁধা!

দোকান মালিক বাজার সংঘ
পুলিশ পাবো আধা,
বখরা তো দেই দিনের শেষে
কেনাও আছে মেধা*।

১৭/০৫/২০২৩
চট্টগ্রাম।

*মেধাঃ আইনজীবী।