ভাবখানা তার নবাবজাদা
চলন-বলন চাকার,
ফুটপাতে সে খুঁজছে না-কি
বিরিয়ানি ঢাকার।

ননীর ঘোলেও মন ভরে না
চাইছে কফি স্ট্রং,
টিনের থালায় আঙুল নাড়ায়
হেব্বি দেখায় ঢং!

খাওয়ার আগেই লাগে গরম
খুঁজছে হাওয়া এসি,
ওরে হরিস চেয়ার টা দিস
টুলে কি হয় খুশি?

১২/০৫/২০২৩
ময়মনসিংহ।