জল দেখেই তোর লাফালাফি
তুই কি ভাবিস পুকুর?
চোখ মেলে দেখ ডাকছে ঘেউঘেউ
বাড়ির পোষা কুকুর!

জেলেও কিন্তু জলের জালে
মৎস্য রাখে আটক,
তুই কি ভাবিস ছাড়বে তোকে?
ঘটছে কিছু নাটক?

ঢিল দিয়ে সে উড়ায় ঘুড্ডি
হাতেই রাখে নাটাই,
বেঁচবে যখন তরতাজা মাছ
টান তো দিবে সুতাই!

ছাই দিয়ে সে ধরবে তোকে
বলবে হেসে গোলাম,
হারামজাদা, চোখটা কোথায়?
হাত তুলে দে ছালাম।

আর যদি পায় স্বার্থে আঘাত
সম্ভোগে হয় কামুক,
পিঠ খানা তোর রক্তাবে সে
চলবে জোরে চাবুক।

০১/১২/২০২৪ ইং
ঢাকা।