চুল ধরে তার যতোই টানি
বুক ভরে দেই গ্লানি,
ইঁচড়েপাকা মেয়ের চোখে
পাইনি কভু পানি।
হাল ধরে সে রাত্রি জাগে
কষ্ট বুকে শয়ন,
তাও বলে না দুখ কিসে তার
জলেই ভরে নয়ন।
মাঝ রাতে সে একাই হাসে
দূর্বিপাকে কাঁদে,
ভুল গুলো তাঁর শরীর খুঁজে
চক্ষু বুঁজে নিদে।
অন্ধ সে নয় সাদাই জ্যোতি
স্পষ্ট পারে দেখতে,
আবছা কেবল সুখ গুলো তার
পায়নি স্পর্শ ভুলতে!
১০/০৮/২০২৪ইং
চট্টগ্রাম।